সঠিক উত্তর হচ্ছে: এস এম এস
ব্যাখ্যা: ২০০৬ সালের মার্চ মাসে জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন এবং সেই বছরের জুলাই মাসে চালু এটি হয়।\nTwitter হল এমন একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যার মাধ্যমে অনলাইন মেসেজ বা তথ্য গুলো দেশ বিদেশের বিভিন্ন লোকেদের সাথে শেয়ার করা হয়। তাই একে ইন্টারনেটের এস এম এস বলা হয়।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি]