সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা: কিছু কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, এদের দ্বিগু কর্মধারয় বলে। যেমনঃ ত্রিফলা, চৌরাস্তা।\nসমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।\nতবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। [সূত্রঃবাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতিঃ নবম-দশম শ্রেণি (২০২০ সংস্করণ)]