ব্যাখ্যা: লাফ > ফাল - ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন। যেমন— বাকস> বাসক, রিকশা রিশকা, পিশাচ>পিচাশ ৷ [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।