নিচের অপশন গুলা দেখুন
- সাধারণ বাক্য
- যৌগিক বাক্য
- সরল বাক্য
- মিশ্র বাক্য
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন- ‘তার বয়স হয়েছে, কিন্তু বু্দিধ হয়নি’, ‘বিপদ এবং দু:খ এক সময়ে আসে’ ইত্যাদি। যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া ( বিধয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন- ‘পুকুরে পদ্মফুল জন্মে’, ‘খোকা আজ সকালে স্কুলে গিয়েছে’ ইত্যাদি। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন- ‘যে পরিশ্রম করে, সেই সুখ লাভছ করে’।