সঠিক উত্তর হচ্ছে: বৈদিক
ব্যাখ্যা: প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে সেই পুরানাে ভাষাকে বােঝায়, যার সাধুরূপ দুটি- বৈদিক ও সংস্কৃত। বৈদিক ও সংস্কৃত-এর কোনটিই ঠিক কথ্য অর্থাৎ মুখের ভাষা ছিল না; শুধুই ছিল সাহিত্যের ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বললে কেবল বৈদিক ও সংস্কৃত ভাষা নয়; বরং এর পিছনে কথ্য ভাষা ছিল।\n[তথ্যসূত্রঃ যুগান্তর পত্রিকা ]