ব্যাখ্যা: বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে।এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়।যেমন: খোকা,চাঁপা, কুলা,গঞ্জ,টোপর,ডাব,ডাগর ইত্যাদি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।