নিচের অপশন গুলা দেখুন
- লুঙ্গি, ফুঙ্গি
- চাল, চুলা
- টেবিল, চেয়ার
- চন্দ্র, পৃথিবী
চা, চিনি- চিনা শব্দ
\nলুঙ্গি, ফুঙ্গি - মায়ানমার (বার্মিজ) শব্দ
\nটেবিল, চেয়ার- ইংরেজি শব্দ।
\nচাল, চুলা - দেশি শব্দ।
\nদেশি শব্দ : বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন: কুড়ি, চুলা, চাল, কুলা, ডাব, ডাগর ইত্যাদি।