সঠিক উত্তর হচ্ছে: সিটিবিটি
ব্যাখ্যা: ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা সমন্বিত পারমাণবিক পরিক্ষা নিষিদ্ধকরণ চুক্তি গৃহীত হয়। চুক্তিটিতে বর্তমান পর্যন্ত স্বাক্ষরকারী দেশ ১৮৫টি এবং অনুমোদনকারী দেশ ১৭০টি। চুক্তিটি কার্যকরের জন্যে চুক্তি অ্যানেক্স-২ অংশে উল্লিখিত ৪৪টি দেশের প্রত্যেকটির অনুমোদন আবশ্যক। কিন্তু অ্যানেক্স-২ অংশের ৩টি দেশ (ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া) এখনো চুক্তিটিতে স্বাক্ষর ও অনুমোদন করেনি এবং ৫টি দেশ (যুক্তরাষ্ট্র, চীন, ইসরাইল, মিশর ও ইরান) চুক্তিটিতে স্বাক্ষর করলেও এখনো তা অনুমোদন করেনি। যার কারণে সিটিবিটি চুক্তিটি এখনো কার্যকর হয়নি।