সঠিক উত্তর হচ্ছে: মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাখ্যা: \'গোঁফ - খেজুরে\' শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো \'গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে\'। এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করছে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করেছে।