পদ্যের মধ্যেই পড়ে ছড়া এবং কবিতা। তবুও আলোচনার স্বার্থে পদ্য, কবিতা এবং ছড়াকে আলাদা করে দেখানো। পদ্যের নির্দিষ্ট সংজ্ঞা পাওয়া যায়নি। তবে বলা যায়, 'পদ্য হল কতগুলো লাইন যাদের দৈর্ঘের চেয়ে প্রস্থ কম হয় যা পদ্য আমাদের মনের ভাবকে দুর্বোধ্য না করে প্রকাশ করার একটি পদ্ধতি।