সঠিক উত্তর হচ্ছে: সুরধুনী কাব্য
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্রের কাব্যগ্রন্থ- দ্বাদশ কবিতা ও সুরধুনী কাব্য। সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো ও জামাই বারিক দীনবন্ধু মিত্র রচিত প্রহসন। লীলাবতী, নবীন তপস্বিনী, কমলে কামিনী তাঁর রচিত একটি নাটক। উৎস: Hello BCS লেকচার।