সঠিক উত্তর হচ্ছে: IEEE 802.15
ব্যাখ্যা: হটস্পট:
\nHotspot হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল কম্পিউটার ও ডিভাইস যেমন: স্মার্ট ফোন, পিডিএ, ট্যাব, নোটবুক, নেটবুক বা ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। বর্তমানে জনপ্রিয় তিনটি হটস্পট প্রযুক্ত হলো – ব্লু-টুথ, ওয়াই-ফাই এবং ওয়াই-ম্যাক্স।
\n→ ব্লু-টুথ (Bluetooth) :
\n? Bluetooth হলো স্বল্প দূরত্বের (১০ থেকে ১০০ মিটারের মধ্যে) ভেতর ডেটা আদান-প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
\n? এটি তারবিহীন পারসোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রোটোকল, যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে।
\n? টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন ১৯৯৪ সালে এটি উদ্ভাবন করে।
\n? ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথ (Harald Bluetooth) এর নামানুসারে ব্লুটুথ নামকরণটি করা হয়েছে।
\n? এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15।
\n→ ওয়াই-ফাই (Wi-Fi) :
\n? Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity. কম্পিউটার/ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেটে সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াই-ফাই (Wi-Fi).
\n? ওয়াই-ফাই হলো জনপ্রিয় নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গ ব্যবহার করে।
\n? এটি একটি ওয়্যারলেস বা তারবিহীন LAN স্ট্যান্ডার্ড যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
\n? ওয়াই-ফাই অ্যানাবল্ড ডিভাইস যেমন – ল্যাপটপ, ভিডিও, গেম কনসোল, স্মার্টফোন কিংবা ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি একটি ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাকসেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে।
\n? ইন্টারনেটে অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কভুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
\n→ ওয়াই-ম্যাক্স (Wi-Max) :
\n? ওয়াইম্যাক্স প্রযুক্তি হলো বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করে।
\n? ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access. এটি প্রচলিত DSL (Digital Subscriber Line) প্রযুক্তি এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা প্রদান করে।
\n? ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে VOIP (Voice Over Internet Protocol) এর মাধ্যমে বিদেশে কম খরচে কথা বলা যায়।
\n? এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত।\n