সঠিক উত্তর হচ্ছে: ব্যাবহার
ব্যাখ্যা: ‘বি’ উপসর্গটি যে শব্দের প্রথমে বসে, সে শব্দের আদ্য বর্ণ ‘অ’ হলে ‘ব’ এর সাথে ‘য-ফলা; যুক্ত হয়। যেমন____ বি + অবস্থা = ব্যবস্থা, ব্যস্ত, ব্যবহার। ? অপরদিকে ‘বি’ উপসর্গটি যে শব্দের প্রথমে বসে, সে শব্দের আদ্য বর্ণটি ‘আ-কার’ হলে বানানে ব-এর সাথে ‘য-ফলা-আ-কার’ (ব্যা) হয়। যেমন- ব্যাপক. ব্যাঘাত, ব্যায়াম ইত্যাদি।