সঠিক উত্তর হচ্ছে: জয়পুর
ব্যাখ্যা: ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম শহর ও রাজধানী। এটি \'পিংক সিটি\' বা \'গোলাপী শহর\' নামে পরিচিত। জয়পুর শহর প্রতিষ্ঠা করেন দ্বিতীয় জয় সিংহ। তার নামানুসারেই জয়পুর নামকরণ করা হয় । এখানে প্রচুর পরিমাণে গোলাপ চাষ করা হয়। এই জন্য একে গোলাপী শহর বলা হয়।