সঠিক উত্তর হচ্ছে: ওঙ্কার
ব্যাখ্যা: আহমদ ছফা রচিত \'ওঙ্কার\' উপন্যাসটি ৬৯ এর গণঅভ্যুত্থান এর পটভূমিতে রচিত। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এছড়া \'কালো ঘোড়া\' ইমদাদুল হক মিলন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এবং \'নিষিদ্ধ লোবান\' শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।