সঠিক উত্তর হচ্ছে: গৃহদাহ
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে। মহিম ও সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ এই উপন্যাসের কেন্দ্রীয় উপকরণ। উপন্যাসে শরৎচন্দ্র হিন্দু বিধবা মৃনালকে আদর্শ হিসেবে রূপায়িত করেছেন। চরিত্রসমূহ- তিনটি প্রধান চরিত্র- অচলা, মহিম ও সুরেশ। উৎস: Hello BCS লেকচার।