নিচের অপশন গুলা দেখুন
- এরিস্টটল
- জন অস্টিন
- স্যার হেনরি মেইন
- উড্রো উইলসন
আইনের প্রামাণ্য সংজ্ঞা
১. গ্রিক দার্শনিক এ্যারিস্টটলের মতে, \'\'আইন হল পক্ষপাতহীন যুক্তি।\'\'
২. আইনবিদ জন অস্টিনের মতে, \'\'সার্বভৌম শক্তির আদেশই আইন।\'\'
৩. অধ্যাপক হল্যান্ড বলেন, \'\'আইন হল মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত হয়।\'\'
৪. স্যার হেনরি মেইনের মতে, \'\'আইন হল পরিবর্তনশীল, ক্রমউন্নতিমূলক, ক্রমবর্ধমান ও দীর্ঘকালীন সামাজিক প্রথার গতির ফল।\'\'
৫. আইনের সার্বজনীন ও উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন। তাঁর মতে, \'\'আইন হল সমাজের সে সব সুপ্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যাদের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন রয়েছে।\'\'
উৎসঃ নবম-দশম শ্রেণীর পৌরনীতি বই (উন্মুক্ত)