ব্যাখ্যা: মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত অন্যতম উপন্যাস আনোয়ার পাশার ‘রাইফেল রোটি আওরাত’। প্রকাশিত হয় ১৯৭৩ সালে। তার অন্যান্য উপন্যাস- নীড় সন্ধানী, নিষুতি রাতের গাথা। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।