সঠিক উত্তর হচ্ছে: আমোনিয়াম
ব্যাখ্যা: দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি পরমাণু গ্র“প গঠন করে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে ঐ গ্রুপটিকে মূলক বা যৌগমূলক বলে। দুইটি ধনাত্তক যৌগমূলকের নাম: অ্যামোনিয়াম NH4+ ও ফসফোনিয়াম PH4+।\nঋনাত্তক যৌগমূলকের নাম: নাইট্রেট NO3- , সালফেট SO4- ,ডাইক্রোমেট (Cr2O7)-2 কার্বনেট ( CO3)-2