সঠিক উত্তর হচ্ছে: মার্বেল
ব্যাখ্যা: উদাহরণস্বরূপ, পাললিক শিলা চুনাপাথর (লাইমস্টোন) ও চকের ছোট ক্যালসাইট স্ফটিক বৃহৎ্তর স্ফটিকাকৃতির রূপান্তরিত শিলা মার্বেলে পরিবর্তিত হয়। রূপান্তরিত বেলেপাথরে মূল কোয়ার্টজ বালিকণা পুনঃস্ফটিকবদ্ধ হওয়ার ফলে প্রায় নিচ্ছিদ্র কোয়ার্টজাইটে পরিণত হয়, যা মেটাকোয়ার্জাইট নামেও পরিচিত।