ব্যাখ্যা: অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয় এবং যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে।উদাহরণঃ অনুতাপ অব্যয়ীভাব সমাস। এর ব্যাসবাক্য হলো অনু/ পশ্চাতে তাপ।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।