সঠিক উত্তর হচ্ছে: ৩৩৯ জন
ব্যাখ্যা: মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা ৩৩৯ জন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে দুইজন নারী ‘ বীর প্রতীক\' হলেন তারামন বিবি (১১ নং সেক্টর) এবং সেতারা বেগম (২ নং সেক্টর)। আর সুনামগঞ্জের খাসিয়া উপজাতির কাকন বিবি (৫ নং সেক্টর) মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ‘মুক্তিবেটি\' নামে পরিচিত।