সঠিক উত্তর হচ্ছে: বাবর
ব্যাখ্যা: বাবর – মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। তিনি তুযুক-ই-বাবর বা বাবরের জীবনী নামে আত্মজীবনীতে তাঁর জয় পরাজয়ের গল্প লিপিবদ্ধ করেন। বর্তমান রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারগানায় বাবরের জন্ম। তিনি পিতার দিক থেকে তৈমুর লঙ এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় তিনি ১৫২৭ খ্রিষ্টাব্দে ‘বাবরি মসজিদ’ নির্মাণ করেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী হিন্দুগোষ্ঠী ঐতিহাসিক এই মসজিদটি ভেঙ্গে ফেলে।