সঠিক উত্তর হচ্ছে: নবান্ন
ব্যাখ্যা: বিজন ভট্টাচার্য রচিত নবান্ন হলো সামাজিক নাটক। এছাড়া নুরুল মোমেনের নয়া খান্দান, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, মুনীর চৌধুরীর চিঠি, রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা সামাজিক নাটক। অন্যদিকে মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়শ্চিত্ত এবং মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী হলো ঐতিহাসিক নাটক। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)