সঠিক উত্তর হচ্ছে: রামনারায়ণ তর্করত্ন
ব্যাখ্যা: উনিশ শতকের গোড়ার দিকে সংস্কৃত নাটকের অনুবাদ শুরু হলেও তারাচরণ শিকদারের \'ভদ্রার্জুন\' (১৮৫২) ও রামনারায়ণ তর্করত্নের \'কুলীনকুল সর্বস্ব\' (১৮৫৪) নাটক থেকে প্রকৃত পক্ষে বাংলা মৌলিক নাট্যসাহিত্যের সূত্রপাত হয়।