সঠিক উত্তর হচ্ছে: উপমান কর্মধারয়
ব্যাখ্যা: প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়,আর যার সাথে তুলনা করা হয়তাকে বলা হয় উপমান।উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে।যেমনঃ অরুণরাঙা =অরুণের ন্যায় রাঙা। [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]