সঠিক উত্তর হচ্ছে: ১৯২৭ সালে
ব্যাখ্যা: জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- পাশ্চাত্যের মডার্নিজম ও প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বঙ্গীয় সমাজের বিদগ্ধ মধ্যবিত্তের মনন ও চৈতন্যের সমন্বয় ঘটে ওই কাব্যান্দোলনে।
ঐ কাব্যধারায় আরও অন্তর্ভূক্ত ছিলেন-
- অমিয় চক্রবর্তী
- বুদ্ধদেব বসু
- বিষ্ণু দে
- সুধীন্দ্রনাথ দত্ত
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় - ১৯২৭ সালে।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬),
- বনলতা সেন (১৯৪২),
- মহাপৃথিবী (১৯৪৪),
- সাতটি তারার তিমির (১৯৪৮),
- রূপসী বাংলা (রচনাকাল - ১৯৩৪; প্রকাশকাল - ১৯৫৭),
- বেলা অবেলা কালবেলা (১৯৬১)।
উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ এবং বাংলাপিডিয়া।