সঠিক উত্তর হচ্ছে: ID No
ব্যাখ্যা: কোনো ডেটাবেজ টেবিলের যে ফিল্ডের প্রতিটি ডেটা অদ্বিতীয় অর্থাৎ ভিন্ন ভিন্ন এবং যার সাহায্যে টেবিলের রেকর্ডগুলোকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায় এবং যার মাধ্যমে এক বা একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটাবেজ তৈরি করা যায় তাকে প্রাইমারি কী বলা হয়।\nID সব সময় unique হয় বলে প্রাইমারী কী ফিল্ড ID No.\nসূত্রঃ একাদশ ও দ্বাদশ শ্রেণী : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-৬.২: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)