সঠিক উত্তর হচ্ছে: নঞ তৎপুরুষ
ব্যাখ্যা: নঞ তৎপুরুষ সমাস\r\n\r\n? না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যথা- \r\n─━━━━━━⊱✿⊰━━━━━━─\r\nনয় কাঁড়া = আকাঁড়া [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯৩] \r\nন আচার = অনাচার ন সুর = অসুর \r\nন কাতর = অকাতর \r\nন লৌকিক = অলৌকিক \r\nন কেশা = অকেশা \r\nনয় ধর্ম = অধর্ম [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩] \r\nন অতি দীর্ঘ = নাতিদীর্ঘ \r\nন মানুষ = অমানুষ \r\nনয় এক = অনেক [১৫তম শিক্ষক নিবন্ধন (কলেজ) : ১৯] \r\nন বিশ্বাস = অবিশ্বাস \r\nনয় ভাঙ্গা = অভাঙ্গা \r\nন কাল = অকাল বা আকাল\r\nনয় আশ্রিত = অনাশ্রিত \r\nনয় গাছ = আগাছা \r\n\r\n\r\nএরূপ- অনাদর [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৬], নাতিখর্ব, নাতিশীতোষ্ণ [এনএসআই-এর সহকারী পরিচালক: ১৯], অভাব, বেতাল, বেআইনী [১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৪], অস্থির, অসুখ, অনশন, অনুচিত [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯; প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৯], অচেনা, বেতমিজ, অকাল, অনিষ্ট, নাতিদূর, অনৈক, অনাবৃষ্টি, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি। \r\n─━━━━━━⊱✿⊰━━━━━━─\r\nখাঁটি বাংলা ভাষায় অ, আ, না কিংবা অনা হয়। যেমন- ন কাল = অকাল বা আকাল। তদ্রুপ - আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি।\r\n─━━━━━━⊱✿⊰━━━━━━─