সঠিক উত্তর হচ্ছে: সমকোণী
ব্যাখ্যা: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। \n\nসমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০° ।\n\n কোণের অনুপাতের রাশিগুলোর যােগফল (১ + ২ + ৩) = ৬ \n১ম কোণ = ১৮০° এর ১৬ বা ৩০° । \n২য় ,, = ১৮০° এর ২৬ বা ৬০°। এবং \n৩য় ,, = ১৮০ এর ৩ ৬বা ৯০° ।\n\nসুতরাং ত্রিভুজটি সমকোণী হবে।