সঠিক উত্তর হচ্ছে: গো-জীবন
ব্যাখ্যা: ‘গো-জীবন’ - মীর মশাররফ হোসেনের প্রবন্ধগ্রন্থ। প্রকাশকাল - ১৮৮৯ সাল এবং এটির জন্য তাকে মামলায় জড়িয়ে পড়তে হয়। আমার জীবনী ও কুলসুম জীবনী - তার দুটি আত্মজীবনীমূলক গ্রন্থ। বিষাদ - সিন্দু তার শ্রেষ্ঠ রচনা। তার উল্লেখযোগ্য নাটকঃ বসন্ত কুমারী, জমীদার দর্পন, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।