সঠিক উত্তর হচ্ছে: আগুন
ব্যাখ্যা: আগুন মানব সভ্যতার এক অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। ধারনা করা হয় যেদিন পৃথিবীতে প্রথম আগুন আবিস্কৃত হয়েছিল সেদিন থেকেই সভ্যতার আবির্ভাব! তাই আগুন নিয়ে মানুষের কৌতুহলও অসীম ছিল। আগে তো মাটি, পানি, বায়ু এবং আগুনকে মৌলিক পদার্থরুপে বিবেচনা করা হতো।