সঠিক উত্তর হচ্ছে: আচরণ
ব্যাখ্যা: মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনার মানদন্ড ও নীতি৷ যে নীতি মানুষের অধিকার, ন্যায় পরায়ণতা, সমতা, অন্যের অধিকার স্বীকার করে নেয় সেটা উত্তম মূল্যবোধ।\nকাজী মোতাহার হোসেন এর সংজ্ঞায় বলেন “মূল্যবোধের লক্ষণ হলো ‘নিকটবর্তী স্থূল সুখের চেয়ে দূরবর্তী সুখকে, আরামের চেয়ে সৌন্দর্যকে, লাভজনক যন্ত্রবিদ্যার চেয়ে আনন্দপ্রদ সুকুমারবিদ্যাকে শ্রেষ্ঠ জানা এবং তাদের জন্য প্রতীক্ষা ও ক্ষতি স্বীকার করতে শেখা’ আর যুক্তিবিচার হলো ‘জীবনের সকল ব্যাপারকে বিচারবুদ্ধির কষ্টিপাথরে যাচাই করে নেবার প্রবণতা”।\nমূল্যবোধ নির্ধারিত হয় নৈতিকতার মাধ্যমে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী সুশাসন ও পৌরনীতি ]