সঠিক উত্তর হচ্ছে: ক্রন্দসী
ব্যাখ্যা: সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন একজন বাঙালি ভারতীয় কবি, প্রাবন্ধিক, সাংবাদিক এবং সমালোচক। সুধীন্দ্রনাথ বাংলা সাহিত্যে ঠাকুর-যুগের পরে অন্যতম উল্লেখযোগ্য কবি।তিনি পঞ্চপান্ডবদের একজন ছিলেন। তার বিখ্যাত \"উটপাখি\" কবিতাটি ক্রন্দসী কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]