সঠিক উত্তর হচ্ছে: শহীদুল জহির
ব্যাখ্যা: - শহীদুল জহির রচিত জীবন ও রাজনৈতি বাস্তবতা বাংলাদেমের মুক্তিযুদ্ধের একটি ভিন্নমাত্রিক উপন্যাস।
- উপন্যাসটি টানাগদ্যে লেখা। প্রবন্ধের বই বলে অনেকে ভুলও করতে পারেন।
- এতে গতানুগতিক উপন্যাসের স্বাদ নেই। নিরীক্ষা আছে। ম্যাজিক রিয়ালিজম বা জাদুবাস্তবতাবাদসহ উত্তরাধুনিক চেতনার সংমিশ্রণ রয়েছে।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।