সঠিক উত্তর হচ্ছে: মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা: সংস্কৃত মহাকাব্য \'রামায়ণ \' এর খণ্ডকাহিনি অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালে রচনা করেন \'মেঘনাদবধ কাব্য\'।এটি বাংলা ভাষার সার্থক মহাকাব্য ।বৃত্রসংহার (প্রথম খণ্ড ১৮৭৫ ও দ্বিতীয় খণ্ড ১৮৭৭) , কুরুক্ষেত্র (১৮৯৪) ও মহাশ্মশান (১৯০৫) বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য মহাকাব্য ।এগুলো রচনা করেছেন যথাক্রমে - হেমচন্দ্র, নবীনচন্দ্র ও কায়কোবাদ।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]