সঠিক উত্তর হচ্ছে: গণতন্ত্র
ব্যাখ্যা: জি. বিলনে, OCED ও UNDP - সুশাসনের কিছু আদর্শ ও কার্যকরী বৈশিষ্ঠ্যের কথা উল্লেখ করেন। উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ঠ্য হলো- গনতন্ত্র, অংশগ্রহন প্রক্রিয়া, নৈতিক মূল্যবোধ, স্বাধীন বিচার বিভাগ ইত্যাদি। এগুলোর মধ্যে সুশাসন প্রতিষ্ঠার প্রাণ হচ্ছে- গণতন্ত্র। সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই, প্রঃ মোঃ মোজাম্মেল হক।