সঠিক উত্তর হচ্ছে: বসন্ত কুমারী
ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনকে প্রথম মুসলিম নাট্যকার বলা হয়।উল্লেখযোগ্য রচনা হলো: গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু , বসন্তকুমারী নাটক , জমিদার দর্পণ, এর উপায় কি , বিষাদ-সিন্ধু ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য