সঠিক উত্তর হচ্ছে: ক+খ
ব্যাখ্যা: কবি আহসান হাবীব ছিলেন পেশায় সাংবাদিক। তার রচিত উপন্যাস-- অরন্য নীলিমা, রাণী খালের সাঁকো। কাব্যগ্রন্থ-- রাত্রিশেষ, ছায়া হরিন, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দু’হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ। তার রচিত শিশুতোষ গ্রন্থ-- বৃষ্টিপড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে, ছোটদের পাকিস্তান ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।