সঠিক উত্তর হচ্ছে: আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
ব্যাখ্যা: ১৭৫৭ সালে স্বাধীনতা হারানোর পর, সমাজে দেখা দেয় নতুন ধনিক শ্রেণী। তাদের জন্য দরকার হয় হালকা, নিম্নরুচির সাহিত্য। এ সাহিত্য সরবরাহ করেন একশ্রেণীর কবি। তাদের বলা হয় \'কবিওয়ালা\', তাদের মধ্য যারা ছিলেন মুসলমান তাদের \'শায়ের\' ও বলা হয়। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।