সঠিক উত্তর হচ্ছে: ইতালি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইতালীয় ভাঙ্কর ,চিত্রকর ,স্থাপত্যবিদ, প্রকৌশলী ও কবি মাইকেল অ্যাঞ্জেলা বুওনারোত্তি ছিলেন ইতালীয় রেনেসাঁসের ও অন্যতম পুরোধা। তার বিশ্ববিখ্যাত ভাস্কর্য ও স্থাপত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো রোমের সেন্ট পিটারের \'পিয়েতো \'ফ্লোরেন্সের আকাদেমিতে রক্ষিত\' ডেভিট\' দ্বিতীয় পোপ জুলিয়াসের সমাধিসৌধ ইত্যাদি। তিনি ১৫৬৪ সালে মৃত্যুবরণ করেন।