সঠিক উত্তর হচ্ছে: ৪টি
ব্যাখ্যা: ১৯৯৪ সালে বিশ্বব্যাংক \'\'Governance : The World Bank Experience\' \'\' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সুশাসনকে মূল্যায়নের জন্যে চারটি বিষয়ের উল্লে করা হয়। এগুলো হলোঃ সরকারি খাত বা প্রশাসন ব্যবস্থাপনা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা, উন্নয়নের বৈধ বা আইনি কাঠামো এবং স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ। (সূত্রঃ বিশ্বব্যাংক)