সঠিক উত্তর হচ্ছে: সত্য ও ন্যায়
ব্যাখ্যা: ? দীর্ঘদিনের আচার-আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে মূল্যবোধ গড়ে ওঠে। দীর্ঘ অনুশীলনের পর গ্রহণ-বর্জন প্রক্রিয়ায় সেই সকল মূল্যবোধ গ্রহণ করা হয় যেসকল মূল্যবোধ সঠিক, উচিত, নৈতিক ও কাঙ্ক্ষিত।
\n? মূল্যবোধ সমাজভেদে ভিন্ন হলেও কিছু কিছু মূল্যবোধ চিরন্তন বা সর্বজনীন। যথা- সত্য, ন্যায়, সুন্দর ইত্যাদি।
\n? মানুষের কর্মকাণ্ডের ভাল-মন্দ বিচার করার ভিত্তিই হচ্ছে- মূল্যবোধ। মূল্যবোধ মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে।
\n? মূল্যবোধ ভাঙলে বা অমান্য করলে শাস্তির বিধান নাই। যেমন- একজন ব্যক্তি অন্য এক ব্যক্তিকে দেখলেই সালাম দিয়ে অভিবাদন জানালে, সেই ব্যক্তি সন্তুষ্ট হতে পারে। আর সালাম না দিলে অন্য ব্যক্তিটি অসন্তুষ্ট হলে এর জন্য কোন শাস্তির বিধান নাই।
\n? সামাজিক মূল্যবোধের প্রধানতম উৎসসমূহ হলো- প্রথা, ধ্যান-ধারণা, ইতিহাস, ঐতিহ্য প্রভৃতি। মূল্যবোধ শিক্ষার বিষয়টি প্রধানত অনানুষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ত। যেমন- শিশুর মূল্যবোধ শিক্ষার প্রাথমিক শিক্ষাকেন্দ্র হল- পরিবার।
\n? মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হল সামাজিক অবক্ষয় রোধ করা। এ কারণেই একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ জনকল্যাণ।
\n? সমাজবিজ্ঞানী এলেক্স এর মতে “Values deals not with what is but What to be” অর্থাৎ মূল্যবোধ আচরণের ধরন নয় বরং আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করে।