সঠিক উত্তর হচ্ছে: একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলন
ব্যাখ্যা: জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল- একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন।
\nজহির রায়হানের \'আরেক ফাল্গুন\' উপন্যাসের পটভূমি কাহলো একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতা এ তিনি এ উপন্যাস রচনা করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, বরফ গলা নদী।