নিচের অপশন গুলা দেখুন
- নিষিদ্ধ লোবান
- বন্দী শিবির থেকে
- প্রিয়যোদ্ধা প্রিয়তম
- নেকড়ে অরণ্য
‘মজলুম আদিব’ ছদ্মনামে কবি শামসুর রাহমান ‘বন্দী শিবির থেকে’ (১৯৭২) কাব্যগ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ সময়ে রচিত। গ্রন্থটি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি উৎসর্গ করা হয়। মোট ৩৮ টি কবিতা রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্যঃ ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ’স্বাধীনতা তুমি’। শামসুর রাহমানের অন্যান্য কাব্যগ্রন্থগুলো হল, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রোদ্র করটিতে, বিধস্ত নীলিমা প্রভৃতি।
সুত্রঃ বাংলাপিডিয়া এবং একডেমিক বই