নিচের অপশন গুলা দেখুন
- তৎপুরুষ সমাস
- বহুব্রীহি সমাস
- অব্যয়ীভাব সমাস
- কর্মধারয় সমাস
• পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
• অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন-
• অভাব অর্থে (নিঃ = নির)-
- উৎসাহের অভাব = নিরুৎসাহ (নিঃ = নির),
- আমিষের অভাব = নিরামিষ,
- ভাবনার অভাব = নির্ভাবনা,
- জলের অভাব = নির্জল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।