সঠিক উত্তর হচ্ছে: হৈমন্তী
ব্যাখ্যা: \"হৈমন্তী \" রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোটগল্প। এর নায়ক অপু বয়স উনিশ।\n\nনায়িকা হৈমন্তী।\n\nতৎকালীন সমাজে ১৬ বছরের মেয়েকে বড় বলিয়াই গণ্য করা হতো।\n\nতৎকালীন হিন্দু সমাজে ১২ বছর বয়সের মধ্যে বিয়ে দেওয়ার নিয়ম ছিল আর মেয়ের বিয়ের বেশি বলে পণের অঙ্কও ছিল বেশি।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষ ও সাহিত্য জিগাসা, সৌমিত্র শেখর]