সঠিক উত্তর হচ্ছে: সাজাহান
ব্যাখ্যা: সাজাহান\' (১৯০৯) কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬০-১৯১৩ খ্রি.) রচিত একটি ঐতিহাসিক নাটক।\'গড্ডলিকা\' (১৯২৪) বিশিষ্ট লেখক রাজশেখর বসু (১৮৮০-১৯৬০ খ্রি.) রচিত একটি ছোটগল্প। অন্যদিকে \'পল্লী সমাজ\' (১৯১৬) খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)। রচিত একটি উপন্যাস।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর]