ব্যাখ্যা: ’প্রত্যুষ’ শব্দর সন্ধি বিচ্ছেদ প্রতি+ ঊষ। \nই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ-র জায়গায় য (য-ফলা,্য) হয় এবং তা ই/ঈ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। \nই+ঊ = য-ফলা+ ঊ \nপ্রতি+উষ = প্রত্যূষ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।