সঠিক উত্তর হচ্ছে: আরাকান ইয়োমা
ব্যাখ্যা: বঙ্গোপসাগর এবং নাফ নদীর দক্ষিণ-পশ্চিম মোহনা-বেষ্টিত আরাকান-ইয়োমা নামের দীর্ঘ পর্বতশৃঙ্গ আরাকানকে মায়ানমারের অন্যান্য অংশ থেকে আলাদা করেছে। বাটালি পাহাড় যা বাটালি হিল নামেও পরিচতি, চট্টগ্রামের টাইগার পাস এলাকায় অবস্থিত চট্টগ্রামের সর্বাধিক উঁচু পাহাড়। এর চুড়া থেকে বঙ্গপোসাগর এবং চট্টগ্রাম শহরের বড় অংশ পরিষ্কারভাবে দেখা যায়।